Sunday, December 22, 2024
Homeরকমারি তথ্যপায়ের জুতোয় ভাঙ্গল বিয়ে!

পায়ের জুতোয় ভাঙ্গল বিয়ে!

 

পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা দেকে অবাক হন সবাই! এবার এমনেই এক অবাক ঘটনা ঘটেছে ভারতে। বিয়ের আসরে বরের জুতো চুরির ঘটনায় রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটেছে।ভারতের ওই ঘটনায় শেষ পর্যন্ত বিয়েটাই ভেস্তে গেছে। বরের জুতো নিয়ে সংঘর্ষে ভাঙল বিয়ে!ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের রাতে বরের জুতো লুকিয়ে রেখে শ্যালিকাদের টাকা আদায়ের রীতি দীর্ঘদিন ধরেই প্রচলিত। মাধুরী দীক্ষিতের ছবি “হাম আপকে হ্যায় কৌনে” এই অনুষ্ঠান নিয়ে গোটা একটা গানই আছে। রিল থেকে রিয়েল লাইফের বিয়ে, সর্বত্রই জামাইবাবুর জুতো লুকিয়ে রেখে বিভিন্ন মজা করার রেওয়াজ আছে, কিন্তু সেই মজাই যখন অশান্তিতে পরিণত হয় তখনই শুরু হয় গণ্ডগোল।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রায় সিংহ নগরে এমনই এক বিয়েতে জুতো চুরির অনুষ্ঠানে ঝগড়া, অশান্তি থেকে পাথর ছোড়াছুড়ি পর্যন্ত হয়ে গেছে পাত্রপক্ষ-পাত্রীপক্ষের মধ্যে। আহত হয়েছেন ছয়জন। এই ঘটনার জেরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।প্রায় দুই ঘণ্টা ধরে চলে অশান্তি। ঘটনায় যে ছয়জন আহত হয়েছেন তার মধ্যে কনের বাড়ির এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরিণতি দেখে পাত্রী নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন পুলিশে অভিযোগ জানাতে গেলে, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে।এর আগে গত মার্চে ব্যাঙ্গালোরে এক বিয়ের আসরে ভোজের মেনুতে মাটন বিরিয়ানি না থাকায় তর্কাতর্কি থেকে তীব্র বিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত হাতাহাতিতে বিয়েটাই ভেস্তে যায়!

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়