Wednesday, December 4, 2024
Homeরকমারি তথ্যভবিষ্যত বলতে পারে গাধা

ভবিষ্যত বলতে পারে গাধা

ভবিষ্যৎ জানতে মানুষ দ্বারস্থ হয় গণক কিংবা জ্যোতিষীর। কিন্তু এর সাথে নতুন করে যুক্ত হল গাধা!

মানুষ যে পশুর নাম নেতিবাচক গালি হিসেবে ব্যবহার করে আসছে সেই গাধাই এখন জ্ঞানী বনে গেছে। এমনই এক গাধার সন্ধান মিলেছে ভারতের রাজস্থানে।

গঙ্গারাম নামের গাধাটি তার মালিকের প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে। তবে প্রতিটি প্রশ্নের উত্তর পেতে দিতে হয় দশ রুপি।

এ ছাড়া দর্শনাস্থলে দন্ডয়মান কোনো ব্যক্তি সম্পর্কে গাধাটির মালিক তাকে প্রশ্ন করলে দ্রুত গাধাটি ঐ ব্যক্তির নিকট যেয়ে দাঁড়িয়ে যায়।

কেউ কেউ গাধাটিকে অসধারণ ক্ষমতার অধিকারী বলে দাবি করলেও অনেকেই মনে করছেন এটা একটা প্রতারণা।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়