Sunday, December 22, 2024
Homeপ্রযুক্তি বিশ্বশিক্ষা দিন বিরক্তিকর কলারকে Call Block না করেও (বিনা খরচে বিনা সফটওয়্যার)

শিক্ষা দিন বিরক্তিকর কলারকে Call Block না করেও (বিনা খরচে বিনা সফটওয়্যার)

 

মোবাইল টিপস Call Block না করেও শিক্ষা দিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার)
Call Block না করেও শিক্ষা দিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার)
Angel March 19, 2013মোবাইল টিপস
0  1 Share1  759
অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।

*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***

প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।

ক) জিপি এর জন্য – ১২৬৬

খ) রবি এর জন্য – ৮১২১
গ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
ঘ) বাংলালিংক এর জন্য – ৭৭০

** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।

এবার ফলাফলঃ

এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।

আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।

**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়