ফেরেশতারা কখন সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে জানেন কি

মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের উপর ফরয ইবাদত নামাজ আদায় করে থাকে। তবে বেশি সওয়াব পাওয়ার জন্য অনেকেই নামাজের মধ্যে কখন কি পড়তে হয় তা জানে না। তাদের জন্য বুখারী শরীফের একটি হাদিস বলে দিচ্ছি।

“যে ব্যাক্তি রুকু থেকে মাথা উঠিয়ে “‘সামি আল্লাহু-লিমান হামিদাহ”‘ বলার পর “‘ রাব্বানা লাকাল হামদ'” বলে, মহান আল্লাহ পাক ৩০ জন
ফেরেস্তা দ্বারা তার জন্য সাওয়াব লেখার প্রতিযোগীতা করান । (বুখারী শরীফ : ৭৬৩)

Exit mobile version