Wednesday, October 30, 2024
Homeঅবাক বিশ্বগ্রাম পাহারায় মানুষের শুটকি!

গ্রাম পাহারায় মানুষের শুটকি!

মাছের শুটকি কীভাবে তৈরি হয় সেটি সকলেরই জানা আছে। কিন্তু তাই বলে মানুষের শুটকি! শুধু মানুষের শুটকি তৈরি করেই ক্ষান্ত নয় দ্বীপদেশ পাপুয়া নিউগিনির মোরোবে গ্রাম। এই গ্রামের লোকজন মানুষের শুটকি ব্যবহার করে থাকে গ্রাম পাহারার কাজে।

দেশটির মোরোবে গ্রামের জনগোষ্ঠীর বিশ্বাস মানুষের শুটকি গ্রামের প্রবেশমুখে রাখলে বিভ্ন্নি বিপদ থেকে তারা রক্ষা পাবেন। যদিও দেশটির সরকার তাদের এই প্রথা নিষিদ্ধ করেছিল। কিন্তু ওই জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারের আইনকে অমান্য করে আসছে দীর্ঘদিন ধরে।

মানুষের শুটকি তৈরির ক্ষেত্রে মোরোবে গ্রামের আঙ্গা জনগোষ্ঠীর লোকজন প্রধান ভূমিকা পালন করে। স্থানীয়ভাবে জুজু নামে পরিচিত মানুষের এই শুটকি গ্রামের প্রবেশমুখে সাজিয়ে রাখা হয়। আঙ্গা জনগোষ্ঠীর বিশ্বাস শুটকি করে রাখা মৃত মানুষেরা বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে।

গ্রামটিতে কেউ মারা গেলে তার শরীর থেকে সব চর্বি বের করে নেয়া হয়। এরপর মৃতদেহটিকে শুটকি তৈরি করা হয়। পরে গ্রামের সামনে লম্বা বাঁশের তৈরি কোনো মঞ্চে এগুলো ঝুলিয়ে রাখা হয়। এছাড়া মৃতদেহ দেহ থেকে বের করা চর্বি রান্নার কাজেও ব্যবহার করে থাকে আঙ্গা জনগোষ্ঠীর লোকজন।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়