Wednesday, April 2, 2025
Homeসুস্থ থাকুনমুখের ব্রণ বলবে আপনার অসুখ

মুখের ব্রণ বলবে আপনার অসুখ

‘ফেস রিডিং’ এক্সপার্টরা মুখ দেখে আপনার সম্পর্কে গড়গড় করে অনেক কথাই বলে যেতে পারেন। শুধু ‘ব্যক্তি আপনি’ নন, আপনার শরীরের কোনও যন্ত্র বিগড়েছে কি না, বা, আপনার শরীর ভালো যাচ্ছে কি না, তা-ও নাকি বলে দেওয়া যায় শুধু মুখ দেখে।
চিনারা মনে করেন, আপনার মুখের বিশেষ একটা জায়গা (হতে পারে তা নাক, চোখের পাতা, কপাল), শরীরের অভ্যন্তরের নির্দিষ্ট কোনও অঙ্গের প্রতিনিধিত্ব করে। এবং, সেখানে ব্রণর আধিক্য দেখেই বোঝা যায়, আপনার শরীরে কী সমস্যা আছে। মুখে ব্রণ, শুধু বয়ঃসন্ধিতেই হয় না। বা, হরমোনই একমাত্র কারণ নয় বলেই মনে করেন চিনা স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ধরুন, আপনার শুধু কপালেই বেশি বেশি ব্রণ হচ্ছে। ধরে নিতে হবে, আপনার ক্ষুদ্রান্তে বা গলব্লাডারে কোনও সমস্যা হচ্ছে। যদি ভ্রু যুগলের মাঝে ব্রণ বেরোয় বুঝতে হবে লিভারের সমস্যা। আবার যদি দেখেন, ভ্রু-র আর্চ বরাবর ব্রণ হচ্ছে, ধরে নিতে হবে কিডনির কোনও সমস্যা হচ্ছে। নাকে ঘন ঘন ব্রণ বেরোলে, সমস্যা হার্টের। গালের ওপর অংশে, মানে নাকের ঠিক নীচেই খালি ব্রণ বেরোলে, ধরে নিতে হবে, ফুসফুসে কিছু হয়েছে। গালের নীচের দিকে, থুতনিতে ব্রণ হলে বুঝতে হবে, নির্ঘাত ফুসফুস বা কিডনি, কোনও একটা বিগড়েছে। চোয়ালে এবং ঘাড়ে অতিরিক্ত ব্রণ দেখা দিলে, নিশ্চিত ভাবেই হারমোনের গন্ডগোল। চিবুকে ব্রণ বেরোলে, পাকস্থলী পরীক্ষা করাতে হবে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়