Tuesday, January 28, 2025
Homeরকমারি তথ্যশরীর মালিশ করতে অজগর

শরীর মালিশ করতে অজগর

স্পা, বডি ?ম্যাসাজ বা মালিশ করতে কত পদ্ধতিই না বের করেছে মানুষ। মাছ, ইঁদুর এমনকি শামুক দিয়েও বডি ম্যাসাজ হয়েছে। 
এখন এই স্প যদি হয় সাপ দিয়েএকটা অজগর সাপ যদি আপনার গায়ের ব্যথা দূর করে দেয়া হয়, কেমন হয়? ভয় পেলেন? ইন্দোনেশিয়ার একটি স্পা এ কিন্তু অজগরের ‘সেবা’ নেন অনেকেই৷
অজগর কীভাবে বড় বড় প্রাণী শিকার তা কি জানেন? কাছাকাছি পেলে প্রথমে শিকারকে সারা শরীর দিয়ে জড়িয়ে ধরে অজগর৷ তারপর যত জোরে সম্ভব চেপে ধরে৷ বড় ভয়ানক সেই চাপ৷ ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যায় সেই প্রাণী৷ তারপর ধীরে ধীরে প্রাণীটিকে গিলে ফেলে অজগর৷ তো এমন ভয়ংকর এক সাপকে দিয়ে কেন মানুষের শরীর মালিশ করানো হয় বালি দ্বীপের ওই স্পা-এ? এর উত্তর এখনো অনেকেরই অজানা৷জানা যায় অজগর দিয়ে যেভাবে মাসাজ করানো হয়, তাতে নাকি ভয়ের কিছু নেই৷ কারণ প্রথমত, মাসাজ শুরুর আগে অজগরকে পেট পুরে খাওয়ানো হয়৷ পেটে ক্ষিদে না থাকলে অজগর মানুষকে গিলতে যাবে কেন? দ্বিতীয়ত, মাসাজের আগে অজগরের মুখও বন্ধ করে দেয়া হয়, সুতরাং চাইলেও সে কাউকে কামড়াতে বা গিলতে পারে না৷অজগর মালিশ নেয়ার পর ৩০ বছর বয়েসি এক মহিলা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রথমে অজগর সাপটিকে গায়ের ওপর ফেলল, তখন তো চিৎ?কারও করে উঠলাম ভয়ে। কিন্তু একটু পরে বুঝতে পারলাম কত সুন্দরভাবে ওটি ম্যাসাজ করতে পারে ।যতই ভয় না পাওয়াড় শন্তনা দেয়া হোক না কেন, গায়ের ওপরে যখন প্রায় তিন মিটার লম্বা আর আট কেজির মতো ওজনের একটা সাপ ছেড়ে দেয়া হয়, ভয় তো লাগেই৷ সাপের পিচ্ছিল শরীর পিঠে যত নড়াচড়া করে, ততই ভয়ের মাত্রা বাড়তে থাকে৷ সেই ভয়ের কারণে অ্যাড্রেনালিন নিঃসরণের মাত্রা বেড়ে যায়৷ তাতে নাকি শরীরের অনেক উপকার!
অজগরকে কে না ভয় পায়! মাসাজ শেষ হলে সেই ভয়ের জায়গায় মনে ঠাঁই নেয় এক ধরনের মুক্তির আনন্দ৷ কেউ কেউ জানিয়েছেন, মাসাজ নেয়ার আগে তারা সাপের নাম শুনলেই ভয় পেতেন৷ কিন্তু মাসাজ নেয়ার পরে নাকি সেই ভয় কেটে গেছে.বিশ্বে এমন মানুষের অভাব নেই, যাঁরা বিপদ ভালোওবাসেন৷ অন্যরকম কিছু করে বাড়তি আনন্দ পান তারা৷ এমন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের জন্য নাকি অজগরের মাসাজ আরো বেশি উপকারী৷ অজগর পিঠে চড়লে নাকি তাদের হরমোনের নিউট্রোট্রান্সমিটার ডোপামিনের মাত্রা বেড়ে যায়৷মাসাজের সময় কোনো মানুষকে কখনোই জলজ্যান্ত অজগরের কাছে একা ছেড়ে দেয়া হয় না৷ সবসময়ই একজন সুপারভাইজার কাছে থাকেন৷ তার কাজই হলো, অজগর কখনো থেমে যাচ্ছে কিনা, কোনো বিপদ ঘটাতে চাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। শুধু ইন্দোনেশিয়া নয়, ব্রিটেন আর ফিলিপিন্সেও সাপ দিয়ে মাসাজ করানো হয়৷ যাবেন নাকি?

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়