Wednesday, October 30, 2024
Homeঅবাক বিশ্ববতমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ

বতমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ

বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি।’আরবাব প্রতিদিন অন্তত ১০ হাজার ক্যালরি খাবার গ্রহণ করেন।আরবাব খিজির হায়াত, ওজন ৪৩৫ কেজি, বাস করেন পাকিস্তানের মারদান প্রদেশে। ২৫ বছর বয়স্ক এই ব্যক্তি একহাতে কোনো মানুষকে উপরে তুলতে পারেন, নিজে গাড়ি টানতে পারেন এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন এবং ১০ হাজার পাউন্ড পযন্ত তুলতে পারেন। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে ধরা হচ্ছে।পাকিস্তানের মারদান প্রদেশের এই ব্যাক্তি বাস করেন। তার দৈনিক খাবারের তালিকায় থাকে ৩ কেজি মাংস ও ৫ লিটার দুধ ও ৩৬ টি ডিম ।প্রায় ৬ ফিট ৩ ইঞ্চি লম্বা লোকটি ইতোমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন। বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন। প্রতিদিন অনেক মানুষতাকে দেখতে আসে ।হায়াত গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনো স্বাস্থ্য বীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন। যদিও পাকিস্তানে ভারত্তোলন খেলার কোনো সুযোগ নেই। তারপরও আশা ছাড়ছেন না।তিনি আরও বলেন, ‘ভারত্তোলনের পাশাপাশি আমার লক্ষ ডাব্লিউ ডাব্লিউ ই (WWE) প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আমার লক্ষ আরো ওজন ।নিজের এই স্বাস্থ্য ও শক্তির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।আরবাব আরও বলেন, “কৈশোর থেকেই ওজন বাড়তে শুরু করে তার। সেই সময়ই ভারোত্তোলক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে জাগে তার। আর সে কারণে ওজন আর নিয়ন্ত্রণ করেননি।”

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়