Thursday, December 26, 2024
Homeরকমারি তথ্যকাটা হাত পায়ে যুক্ত করে রক্ষা

কাটা হাত পায়ে যুক্ত করে রক্ষা

সম্প্রতি চীনে ডাক্তাররা এক কারখানা শ্রমিকের ছিন্ন হাত সাময়িকভাবে তার পায়ের সাথে যুক্ত করে হাতটি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করেছে। আবার তারা হাতটি তার স্বাভাবিক স্থান অর্থাৎ বাহুতে যুক্ত করেন।

ঝু নামে এক কারখানা শ্রমিক কয়েক সপ্তাহ আগে কাজ করার সময় মেশিনের ব্লেডের আঘাতে তার বাম হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জানিয়া হাসপাতালের ডা. ট্যাং জুয়ুর নেতৃত্বে একটি শল্য চিকিৎসক দল সিদ্ধান্ত নেয় বিচ্ছিন্ন হাতটিকে ওই মুহূর্তে তার আগের জায়গায় সংযুক্ত করা সম্ভব নয়। এর কারণ হিসেবে ট্যাং বলেন, ‘ছিন্ন হাতটির টিস্যুগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এজন্য পুন:সংযোজনে বড় রকমের ঝুঁকি ছিল।’

তাই ডাক্তাররা ছিন্ন হাতটিকে ঝু’র ডান পায়ের নিচের মাংসপেশিতে যুক্ত করে দেন। এসময় তারা হাতটির সাথে পায়ের রক্তনালীও যুক্ত করে দেন। এতে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে।

প্রায় এক মাস পর বিচ্ছিন্ন হাতের শিরা উপশিরা ও স্নায়ুগুলো সুস্থ হয়ে উঠলে সেটিকে আবার অস্ত্রোপচার করে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেখানে জুড়ে দেয়া হয়।

ঝু এখন তার হাতটির আঙ্গুলগুলো সামান্য নাড়াচাড়া করতে পারেন এবং এর পূর্ণ ব্যবহার ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়