Thursday, January 2, 2025
Homeঅবাক বিশ্বসাপের চার পা

সাপের চার পা

কথায় বলে, ‘সাপের পাঁচ পা দেখেছো?’ এমন বলা হলেও তা কেউ সত্যিই দেখেছে, এর কোনো প্রমাণ নেই। কিন্তু এক সময় চার পায়ের সাপ ছিল। এর প্রমাণ পাওয়া গেছে ব্রাজিলে।

১১ কোটি ৩০ লাখ বছর আগের কথা। সেই সময়ে সাপের চার পা ছিল। এমন সাপের জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। চার পাওয়ালা সাপের অস্তিত্ব এই প্রথম আবিষ্কার করলেন তারা।

এর আগে পেছনের দিকে ছোট ছোট পাওয়ালা সাপের জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু চার পাওয়ালা যে সাপের জীবাশ্ম পাওয়া গেছে, তা বর্তমানে টিকে থাকা সাপের পূর্বপুরুষ।

বিজ্ঞানীদের মতে, পায়ের সাহায্যে চলাচল না করলেও শিকার ধরার সময় পাগুলো কাজে লাগাতো ওই সাপ।
এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সিন্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, চার পায়ের সাপেরা পানিতে নয়, ডাঙায় থাকতো। মাটির গর্তে বাস করতো এগুলো। যদি তাই হয়, তবে এতদিন সমুদ্র থেকে সাপের উৎপত্তির যে তত্ত্ব টিকে আছে, তা চ্যালেঞ্জের মুখে পড়বে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়