Friday, January 3, 2025
Homeঅবাক বিশ্ববড়সড় বিপদ এড়ালো পৃথিবী

বড়সড় বিপদ এড়ালো পৃথিবী

অনেক বড় বিপদ এড়িয়ে গেল পৃথিবী। না-হলে শনিবার থেকেই ধ্বংসের প্রহর গোনা শুরু হয়ে যেত। রবিবার রাত ১১টায় পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে যাবে ৯ কোটি টনের একটি গ্রহাণু। এই বিরল মহাজাগতিক দৃশ্য ভারতের মানুষ দেখতে পাবেন সোমবার বিকেল ৪টেয়। খবর ইন্ডিয়া টাইমসে’র।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, UW-158 নামক গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটির থেকে ৩০ গুণ কাছ দিয়ে যাবে। ফলে আকাশে স্পষ্ট দেখা যাবে বিশালাকার গ্রহাণুটিকে। UW-158 গ্রহাণুটিতে ৫ লক্ষ কোটি ডলারের প্ল্যাটিনাম ভর্তি রয়েছে বলেও জানা গিয়েছে। গ্রহাণুটিকে টেলিস্কোপবন্দি করা হবে উত্তর-পশ্চিম আফ্রিকার ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকা থেকে। ওই ছবিই ইন্টারনেটে ভারতবাসী দেখতে পাবেন সোমবার বিকেল ৪টেয়।

পদার্থ অনুযায়ী গ্রহাণুর প্রকারভেদ করা হয়। UW-158 গ্রহাণুটি ‘X-type’ ভুক্ত। কারণ গ্রহাণুটিতে প্রচুর পরিমাণে ধাতু রয়েছে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়