Wednesday, January 22, 2025
Homeগ্ল্যামার ওয়াল্ডশৈশবে যেমন ছিলেন বলিউডের থ্রি খান

শৈশবে যেমন ছিলেন বলিউডের থ্রি খান

বিনোদন ডেস্ক : বর্তমান ‘বলিউড’ মানেই ‘থ্রি খান’-এর জয়জয়কার। একযুগেরও বেশী সময় ধরে বলিউডের সাম্রাজ্য এই থ্রি খানের দখলে, বলিউডের কোনো বাজিমাৎ করা ছবি মানেই থ্রি খানের উপস্থিতি। অমিতাভ বচ্চনদের প্রজন্মের পর এমন ক্রেজ বলিউডে আর কেউ তৈরি করতে পারেনি শাহরুখ খান, আমির খান এবং সালমান খান ছাড়া। গত দুই দশকে তারা তাদের নিজস্বতা এবং স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন বলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রিতে। অভিনয় আর মানবিক গুণেও তারা মহিয়ান, কোনো ধরণের কেলেঙ্কারি কাণ্ডেও কখনো জড়িত হতে শোনা যায়নি এই তারকাত্রয়ের। বিখ্যাত এই খানত্রয়ের আদ্যোপান্ত নিয়ে তাদের ভক্তদেরও কম আগ্রহ নেই; কমতি নেই তাদের শৈশব, কৈশোর আর জীবনের প্রতিটি ধাপ সম্পর্কে জানতে।দুষ্টুমিতেও শীর্ষে ছিলেন শাহরুখ:বলিউডে নব্বইয়ের দশক থেকে স্বদর্পে বিরাজ করছেন ‘কিং খান’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। অভিনয় আর নিজ দক্ষতাবলে বলিউডে এখন তার প্রভাব,প্রতিপত্তি। তারসাথে ছবি করতে মুখিয়ে থাকে বলিউডের সব বাঘা বাঘা নির্মাতা আর প্রযোজক। কারণ তারা জানেন, কিং খানের সাথে কাজ করলে অন্তত ব্যবসায়িক ক্ষতির মুখেতো পরতে হবেই না, বরং । অথচ তার এই যাত্রাটা এখনের মত মসৃণ ছিলো না। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি আজ বলিউডের বাদশা খেতাব অর্জন করেছেন।যা্হোক এমন প্রভাবশালী তারকারও ছিলো একটা সাদামাটা শৈশব। ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়া দিল্লীর রাজেন্দ্র নগরে জন্ম নেন শাহরুখ। তিনিও আর আরদের মতোনই হামাগুড়ি দিয়ে বড় হয়েছেন।শৈশবে দুষ্টুমিতেও শীর্ষে ছিলেন তিনি। দেখুন ছোট্ট শাহরুখের বিরল একটি ছবি।মায়ের সাথে খুনসুঁটিতে সালমান:বর্তমান সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার সালমান খান।বলিউডে এখন সালমানের ছবি মানেই ‘হিট’, বক্স অফিসে কোটি কোটি রূপির ব্যবসা! প্রযোজকরা তাই নির্দ্বিধায় যে কোনো ছবিতে তাকে নিয়ে বাজি ধরতে রাজি। শুধু পর্দায় নন, পর্দার বাইরেও নানা ঘটনার জন্য সমান আলোচিত তিনি। কিন্তু তারপরেও বর্তমান প্রজন্মের কাছে সালমান খান এক ক্রেজের নাম।শাহরুখ খান যে বছর জন্ম গ্রহন করেছেন, সে বছরেই জন্ম নেন এই সুপারস্টারও। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্ম নেন তিনি। সে হিসেবে মাস দুয়েকের বয়স ব্যবধান সালমান-শাহরুখের। ছোট বেলার একটি বিরল ছবিতে মায়ের সাথে ‘সালমান খান’কে দেখুন চিনতে পারেন কিনা!ফিল্মের আবহেই বেড়ে উঠেছেন আমির:বলিউডের এ সময়ের সবচেয়ে মেধাবী এবং জনপ্রিয় অভিনেতা আমির খান। সালমান-শাহরুখের মতো একই বছরে জন্ম গ্রহনও করেছেন তিনি। তার জন্মসাল ১৯৬৫ সালের ১৪ মার্চ। সে হিসেবে বলিউডে সালমান ও শাহরুখ খানের চেয়ে বয়সে বড় তিনি। তার পরিবারের বেশীর ভাগ সদস্যই চলচ্চিত্রের সাথে জড়িত থাকায় সিনেমার আবেশেই শৈশব কেটেছে তার।তবে ছোটবেলায় দুষ্টুমিতে একটু পাকা থাকলেও কথা বলতেন কম।ছবি নির্বাচনেও তিনি সালমান খান এবং শাহরুখ খানের চেয়ে একটু আলাদা। গড়পরতা ছবিতে তাকে অভিনয় করতে খুব কমই দেখা গেছে। সুচিন্তিতভাবে তিনি ছবিতে অভিনয় করেছেন।মঙ্গলপান্ডে, তারে জমিন পার, রঙ দে বাসন্তি, পিকে এর মত বহু জনপ্রিয় এবং অসাধারণ ছবিতে অভিনয় করেছেন তিনি।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়