Friday, October 18, 2024
Google search engine

পা দিয়ে বিমান চালান মার্কিন পাইলট জেসিকা

দুটো হাতই নেই, কিন্তু তাতে কি। সকল শারীরিক বাধা ডিঙিয়ে বিমানের পাইলট হতে পেরেছেন মার্কিন নন্দিনী জেসিকা কক্স। মানুষের অদম্য ইচ্ছের কাছে সব বাধাই হার মানে। অন্তত তার জ্বলন্ত উদাহরণ জেসিকা।

২০০৮ সালেই তিনি পাইলট হন এবং তিনিই প্রথম পাইলট যিনি পা দিয়ে বিমান চালান। শুধু তাই নয়, সার্ফিং শিখেছেন। পিয়ানো বাজাতে জানেন। তাইকোয়ান্দোতে ব্লাকবেল্ট অর্জন করছেন।

তারপরও আরিজোনার এই ৩২ বছর বয়সী এই নারীর মনে একটা দুঃখবোধ সব সময় তাড়া করে ফেরে। তার সবচেয়ে বড় তার দুঃখের কথা উল্লেখ করে জেসিকা বলেন, “একটা কাজ আমি মোটেও পারি না। তা হচ্ছে চুল বাঁধা।

প্যাট্রিক খুবই চমৎকার করে খোঁপা বেঁধে দেয়। সে জানে আমার অবাধ্য চুলগুলো মুখের ওপর কত না বিরক্তির জন্ম দেয়। প্যাট্রিকের চুল বাঁধা আমার খুব পছন্দ।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়