আইন সবার জন্য সমান হলেও একেক দেশে একেক আইন প্রচলিত আছে যা বিশেষঙ্গরা সত্যিই অদ্ভুত বলে মনে করেন
কলোরাডো : যৌক্তিক কারন না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি যা প্রতারনা বা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে ।
হংকং : স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।(অসুবিধা নাই কি বলেন ? )
কলাম্বিয়া : মেয়ের বাসর রাতে তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক ।
গুয়াম (আমেরিকা ) : কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারবেনা । অঙ্গরাজ্যটিতে কিছু পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে কুমারিত্বে অভিশাপ থেকে মুক্তি দেয় এবং তাদের দেয়া সনদ মোতাবেক বিবাহ সম্পন হয় ।
( যাবেন নাকি গুয়াম আমেরিকায় ?)
জাপান : কোন মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে মেয়েটি আইনত: না করতে পারবেনা ।
আরাকানসাস : মাসে একবার বৌ পেটানো যাবে এটাই আইন। তবে দুইবার পেটালে দন্ডনীয় অপরাধ ।
নেভাদা : বৌ পেটানোর সময় ধরা পড়লে তাকে আটঘণ্টা বেধে রাখা হবে এবং তার বুকে ষ্টিকার লাগিয়ে দেয়া হবে। যাতে লেখা থাকবে “ওয়াইফ বিটার”
থাইল্যান্ড : ত্রিশ বছরের বেশী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি বলে গণ্য হবে ।
সামাও : নিজের বৌ এর জন্মদিন ভুলে যাওয়া অপরাধ ।
অ্যারিজোনা : সাবান চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে সেই সাবান দিয়েই গোসল করতে হবে যতক্ষণ না সাবান শেষ হয় ।