Thursday, November 21, 2024
Homeঅবাক বিশ্ববিশ্বের অদ্ভুত সব আইন যা এখনো প্রচলিত

বিশ্বের অদ্ভুত সব আইন যা এখনো প্রচলিত

 

আইন সবার জন্য সমান হলেও একেক দেশে একেক আইন প্রচলিত আছে যা বিশেষঙ্গরা সত্যিই অদ্ভুত বলে মনে করেন
কলোরাডো : যৌক্তিক কারন না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি যা প্রতারনা বা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে ।
হংকং : স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।(অসুবিধা নাই কি বলেন ? )
কলাম্বিয়া : মেয়ের বাসর রাতে তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক ।
গুয়াম (আমেরিকা ) : কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারবেনা । অঙ্গরাজ্যটিতে কিছু পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে কুমারিত্বে অভিশাপ থেকে মুক্তি দেয় এবং তাদের দেয়া সনদ মোতাবেক বিবাহ সম্পন হয় ।
( যাবেন নাকি গুয়াম আমেরিকায় ?)
জাপান : কোন মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে মেয়েটি আইনত: না করতে পারবেনা ।
আরাকানসাস : মাসে একবার বৌ পেটানো যাবে এটাই আইন। তবে দুইবার পেটালে দন্ডনীয় অপরাধ ।
নেভাদা : বৌ পেটানোর সময় ধরা পড়লে তাকে আটঘণ্টা বেধে রাখা হবে এবং তার বুকে ষ্টিকার লাগিয়ে দেয়া হবে। যাতে লেখা থাকবে “ওয়াইফ বিটার”
থাইল্যান্ড : ত্রিশ বছরের বেশী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি বলে গণ্য হবে ।
সামাও : নিজের বৌ এর জন্মদিন ভুলে যাওয়া অপরাধ ।
অ্যারিজোনা : সাবান চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে সেই সাবান দিয়েই গোসল করতে হবে যতক্ষণ না সাবান শেষ হয় ।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়