Friday, October 18, 2024
Google search engine

রকেট অবতরণের প্রচেষ্টা সাগরে

 

ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ কোম্পানি মহাশূন্য স্টেশনে পণ্যসামগ্রী পাঠানের অভিযানে রকেট উৎক্ষেপন করে এটিকে অক্ষত অবস্থায় পৃথিবীতে অবতরণের চেষ্টা করবে। মঙ্গলবার ফ্যালকন রকেটটি উৎক্ষেপন করা হবে।
ব্যবহারের পর খণ্ডিত হয়ে রকেটের খসে পড়া ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পৃথিবীতে পড়ে। স্পেসএক্স কোম্পনিটি এর উৎক্ষেপন করা ‘ফ্যালকন ৯’ অক্ষত ফিরিয়ে আনার নিয়ন্ত্রণে অনুশীলন চালিয়ে যাচ্ছে।
কোম্পানিটি দেখতে চায় গতি বাড়ানের জন্য রকেট থেকে নিচের দিকে ক্ষেপণ করা ছোট রকেটগুলো আটলান্টিক সাগরের নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করতে পারে কীনা।
যদি এটা খাড়াভাবে বন্ধ রেখে স্থির করার পর্যায়ের সফলতা পায় তবে রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যায় এটা পথের নির্দেশনা হতে পারে। এর ফলে উৎক্ষেপন ব্যয় সঙ্কুচিত হয়ে আসবে।
স্পেসএক্সও সফলতা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে ৫০-৫০ ভাগ প্রত্যাশা করছে।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়